০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ব্যবস্থার উচ্ছেদ হয়নি: বাসদ

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৭:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / ১১১ বার পড়া হয়েছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে গণঅভ্যুত্থানের বার্ষিকীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম,চা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বীরেন সিং, রিকশা, ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি বেলাল আহমদ, মুখলেছুর রহমান, সংগ্রাম পরিষদের আবুল খায়ের, মাহফুজ আহমেদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমূলক সমাজের আকাক্সক্ষাকে বুকে ধারণ করে প্রায় দেড় হাজার শহিদী আত্মদানে গণঅভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পারলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটেনি। ফলে ১ বছর পূর্তিতে এসে আমরা দেখছি বৈষম্যহীন সমাজের স্বপ্নের অপমৃত্যু ঘটতে চলেছে। শহিদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে হাঁটছে। এখনো গণহত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি হয়নি। নিহতদের পূর্ণাঙ্গ তালিকা আজো হয়নি। আহতদের চিকিৎসা ও নিহত-আহতদের পরিবারের পুনর্বাসন হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষেরা দিশেহারা। নতুন কর্মসংস্থান তো হয়নি, বরঞ্চ শতাধিক কারখানা বন্ধ হয়ে নতুন নতুন বেকার হচ্ছে। সারাদেশে চাঁদাবাজি, তোলাবাজি, মব সৃষ্টি করে হামলা ও হত্যা, নারীর সাথে অসম্মানজনক আচরণ, মোরাল পুলিশিং, ধর্ষণ, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা, মাজার-বাউল আখড়া ভাঙা, নারীদের ফুটবল খেলায় বাধা, পত্রিকা-টিভিসহ প্রতিষ্ঠান-স্থাপনা দখল, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভাঙচুর, দুর্নীতি-লুটপাট ইত্যাদি অব্যাহত রয়েছে। সরকারের প্রশ্রয়ে থাকায় অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে মব সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। ফলে দ্বিগুন উৎসাহে অপকর্ম চালিয়ে যাচ্ছে।

বক্তারা বলেন,’৭১ এর মহান মুক্তিযুদ্ধকে খাটো করে ’৪৭ দিয়ে প্রতিস্থাপন করতে মহলবিশেষ নানা কৌশল অবলম্বন করছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ’৭২ এর সংবিধানের চার মূলনীতি বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে। নতুন বন্দোবস্তের নামে নব্য ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করে সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার জন্য ছলচাতুরীর আশ্রয় নেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, আমেরিকা-ভারতসহ সকল সাম্রাজ্যবাদী দেশের সাথে সম্পাদিত গোপনচুক্তি প্রকাশ ও অসমচুক্তি বাতিল এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করা, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা সকল বাম-প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নব্য ফ্যাসিবাদী প্রবণতা রুখে দাঁড়ানো এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও ’২৪ এর গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জারি রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ব্যবস্থার উচ্ছেদ হয়নি: বাসদ

আপডেট সময়ঃ ০৭:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে গণঅভ্যুত্থানের বার্ষিকীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম,চা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বীরেন সিং, রিকশা, ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি বেলাল আহমদ, মুখলেছুর রহমান, সংগ্রাম পরিষদের আবুল খায়ের, মাহফুজ আহমেদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমূলক সমাজের আকাক্সক্ষাকে বুকে ধারণ করে প্রায় দেড় হাজার শহিদী আত্মদানে গণঅভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পারলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটেনি। ফলে ১ বছর পূর্তিতে এসে আমরা দেখছি বৈষম্যহীন সমাজের স্বপ্নের অপমৃত্যু ঘটতে চলেছে। শহিদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে হাঁটছে। এখনো গণহত্যাকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি হয়নি। নিহতদের পূর্ণাঙ্গ তালিকা আজো হয়নি। আহতদের চিকিৎসা ও নিহত-আহতদের পরিবারের পুনর্বাসন হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষেরা দিশেহারা। নতুন কর্মসংস্থান তো হয়নি, বরঞ্চ শতাধিক কারখানা বন্ধ হয়ে নতুন নতুন বেকার হচ্ছে। সারাদেশে চাঁদাবাজি, তোলাবাজি, মব সৃষ্টি করে হামলা ও হত্যা, নারীর সাথে অসম্মানজনক আচরণ, মোরাল পুলিশিং, ধর্ষণ, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা, মাজার-বাউল আখড়া ভাঙা, নারীদের ফুটবল খেলায় বাধা, পত্রিকা-টিভিসহ প্রতিষ্ঠান-স্থাপনা দখল, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভাঙচুর, দুর্নীতি-লুটপাট ইত্যাদি অব্যাহত রয়েছে। সরকারের প্রশ্রয়ে থাকায় অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে না। সরকারের পক্ষ থেকে মব সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে। ফলে দ্বিগুন উৎসাহে অপকর্ম চালিয়ে যাচ্ছে।

বক্তারা বলেন,’৭১ এর মহান মুক্তিযুদ্ধকে খাটো করে ’৪৭ দিয়ে প্রতিস্থাপন করতে মহলবিশেষ নানা কৌশল অবলম্বন করছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত ’৭২ এর সংবিধানের চার মূলনীতি বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে। নতুন বন্দোবস্তের নামে নব্য ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করে সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার জন্য ছলচাতুরীর আশ্রয় নেওয়া হচ্ছে।

বক্তারা বলেন, আমেরিকা-ভারতসহ সকল সাম্রাজ্যবাদী দেশের সাথে সম্পাদিত গোপনচুক্তি প্রকাশ ও অসমচুক্তি বাতিল এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করা, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা সকল বাম-প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নব্য ফ্যাসিবাদী প্রবণতা রুখে দাঁড়ানো এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও ’২৪ এর গণঅভ্যুত্থানের আকাক্সক্ষায় বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জারি রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন