ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পিআরের বিকল্প নেই: মাহমুদুল হাসান

- আপডেট সময়ঃ ০৮:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি বলেছেন, পিআর বা সংখ্যাানুপাতিক পদ্ধতি হলো যেখানে ভোটের শতকরা হার অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়। নির্বাচনে যে দল মোট প্রদত্ত ভোটের যত শতাংশ পাবে সেই অনুপাতে সংসদে আসন লাভ করবে। যেমন ১% ভোট পেলে সংসদে আসনের ১% বা শতাংশ বা ৩টি আসন লাভ করবে। বিশ্বে ১০০টির বেশি দেশে কোনও না কোনও প্রকারের পিআর পদ্ধতি অনুসরণ করেছেন। পিআর পদ্ধতিতে যেহেতু সংসদে কর্তৃপক্ষ রাজনৈতিক দলগুলোর উপস্থিতি জোড়ালো থাকে এবং সরকার গঠনে যেকোনো রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেজন্য দলগুলোকে বাধ্য হয়েই অন্য দলের সাথে সহঅবস্থান ও সহনশীল অবস্থান ধরে রাখতে হয়। সংসদ সদস্যের কাজ হল বাজেট তৈরি করা, আইন প্রণয়ন করা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পীকার নির্বাচন করা, কিন্তু বর্তমান স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানদের মাঝে দ্বন্দ্ব খুবই স্বাভাবিক ঘটনা। এমপিদের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে বিকশিত হইতে পারে না। উপজেলা চেয়ারম্যানদের কাজ রাস্তাঘাট স্কুল কলেজের কমিটি সহ স্থানীয় প্রশাসনের কাজ এগুলো জোর করে সংসদ করে নেন। পিআর পদ্ধতিতে এই সমস্যা থাকবে না। কিআর পদ্ধতিতে ভোটারগন ব্যাক্তি প্রার্থীকে ভোট নয় বরং দলকেই ভোট দেন। এ কারণে অনেকে বলেন, পিআর পদ্ধতিতে ভোটাররা তাদের আসনেকে এমপি তা জানতে পারেন না। মূলত তা সত্য নয় পিআর পদ্ধতিতে প্রতি আসনে ঐ আসনের জনপ্রিয় ব্যক্তিরই এমপি হওয়ার সম্ভাবনা জোড়ালো হবে। কেননা প্রত্যেক দলই সকলের আসনের জন্যই তাদের প্রার্থী তালিকা তৈরি করে রাখবে।
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর উদ্যোগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর একটা কথাগুলো বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও মহানগর জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বোরহান উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আমার বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, জেলা সহ-সভাপতি আলহাজ ফজলুল হক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মামা জাকির হোসাইন, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু, জেলা সভাপতি আলবাবুল হক চৌধুরী।