বড়লেখা উপজেলার এমপিওভুক্ত বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক-কর্মচারিরা ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% ঈদ বোনাসের প্রজ্ঞাপন জারির দাবীতে মঙ্গলবার দুপুরে পৌরশহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
পরে শিক্ষক-কর্মচারিরা র্যালি ও বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা প্রশাসনিক কার্যালয়ে গিয়ে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার শতাধিক স্কুল-মাদ্রাসার হাজারো শিক্ষক-কর্মচারি অংশগ্রহণ করেন।
পৌরশহরের প্রধান সড়কের পার্শে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারি ফোরামের সমন্বয়কারি পাথারিয়া গাংকুল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, জেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আহবায়ক উপাধ্যক্ষ ওহীদুজ্জামান চৌধুরী, চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুস্তাক আহমদ চৌধুরী, মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলিম উদ্দিন, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ খান, সুজাউল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, উপজেলা আদর্শ শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল মোহাইমিন, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, ঈদগাহবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান রঞ্জন দে, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, তালিমপুর দাখিল মাদ্রাসার সুপার আবু তাহির, ফকিরবাজার দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রহমান, গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নান প্রমুখ।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225