আজ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী বড়লেখা হাজীগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
এ সময় ওজনে কম দেয়ায় একজন মুরগী ব্যবসায়ীকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৬ ধারায় ৪০০০/- (চার হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে অনুমোদন ছাড়া বিএসটিআই এর লোগো ব্যবহার করায় বড়লেখা পিসি হাইস্কুল মার্কেটের আবুল এন্ড ব্রাদার্স এবং স্টেশন রোডের দেব ব্রাদার্স ও সুমন ট্রেডার্সকে বিএসটিআই আইন ২০১৮ এর ২৭(১) ধারায় মোট ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান,বাজার মনিটরিং এবং দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অব্যাহত আছে। ব্যবসায়ী ও সচেতন মহল তাকে সর্বাত্মক সহযোগীতা করবে তিনি আশাবাদী।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225