১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বড়লেখায় গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, দুটি গরু উদ্ধার

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৮:৫৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ২টি গরু উদ্ধারসহ গরু চুরির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গত ৩১ আগস্ট বড়লেখার দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২টি গরু অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বড়লেখা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্তে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রথমে বড়লেখা উপজেলার দোহালিয়া গ্রামের মিলন আহমদ (২৮) কে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অনুযায়ী পুলিশ জুড়ি উপজেলার বেলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে শহিদ মিয়া (৬০) ও হানিফ মিয়া (৫৫)—কে গ্রেফতার করা হয় । তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি কালো ও একটি লাল রঙের গরু উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “গরু চুরি ঘটনায় জড়িতদের আমরা সনাক্ত ও ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। চোরাই গরুগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন