
মৌলভীবাজার জেলার বড়লেখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি বড়লেখা উত্তর চৌমুহনী চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ বাজারে এসে পথসভায় পরিণত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, জুড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চুন্নু, সহ-সভাপতি নসিব আলী, সাবেক সহ-সভাপতি ময়নুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন, বিএনপি নেতা হাজি সেলিম, আব্দুল আহাদ, রফিকুল ইসলাম, ফয়জুর রহমান, নিজাম উদ্দিন, জালাল আহমদ তালাল, লুতফুর রহমান, নিজাম উদ্দিন প্রমুখ।
পৌর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক আহবায়ক মখলিছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, আহবায়ক কমিটির সাবেক সদস্য সুফিয়ান আহমদ তাফাদার, জাহিদ আহমদ, মীর শামীমুর রহমান, মুহিবুর রহমান আসুক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক শফিকুজ্জামান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদের আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জুড়ি উপেজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মনি, যুবদল নেতা নাসিম চৌধুরী সাকিফ, যুগ্ম আহবায়ক রিপন আহমদ, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি ও পথসভায় বক্তারা বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনেই সৈনিক-জনতার ঐক্যের মাধ্যমে জাতীয় সংহতির নতুন অধ্যায় সূচিত হয়েছিল।” বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225