বড়লেখায় শিক্ষক আব্দুল হকের পিতার মৃত্যুতে বিদ্যালয়ে দোয়া মাহফিল

- আপডেট সময়ঃ ০৪:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে।

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমির সিনিয়র শিক্ষক আব্দুল হকের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের ক্যাম্পাসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মসজিদের ইমাম ক্বারি সাঈদ আহমদ।
এসময় শিশু শিক্ষা একাডেমির সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক খলিলুর রহমানে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম পারুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত রেবিন, সহকারী প্রধান শিক্ষক সাইফুর রহমান কামরান, সিনিয়র শিক্ষক আব্দুল হক, সহকারী শিক্ষক রিন্টু লাল মালাকার, ময়নুল ইসলাম, সৌরভ দেব, অমিত দাস, রেদওয়ান আহমদ রুম্মান, টিটু আহমদ, মাহমুদা খাতুন, অনামিকা দে, মরিয়ম জান্নাত, শাপলা বেগম সহ বিদ্যালয়ের আরোও শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ, স্টাফ প্রমুখ।