০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বড়লেখায় সং’খ্যা’ল’ঘু পরিবারের জায়গা দখলের চেষ্টা

বড়লেখা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ১২:৪৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / ৪৪ বার পড়া হয়েছে।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন এর রাজপুর গ্রামে সংখ্যালঘু সবুজ চন্দ্র। তার পরিবারে ২ ছেলে ১ মেয়ে এবং তার স্ত্রী নিয়ে দরিদ্র জীবন যাপন করছে। তার বসত বাড়ির অবস্থান শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের দক্ষিণ পাশে অবস্থিত, সে তার পিতার উত্তারাধিকার সুত্রে উক্ত বাড়িতে প্রায় ৬০/৭০ বছর ধরে তার পরিবার বসবাস করে আসছে, শাহবাজপুর বাজারের আশে পাশের ভূমিতে দাম বৃদ্ধি হওয়াতে, ভূমি দখলদার দের চোখে পড়ে, তাই তাকে তার বসত ভিটা থেকে উচ্ছেদ করার জন্য ভূমি খেকোরা দীর্ঘদিন থেকে চেস্টা চালিয়ে আসছে। নানা রকম জাল কাগজ পত্র তৈরী করে মামলার পর মামলা দিয়ে, তাকে নাজেহাল করে আসছে, তার আর্থিক সীমাবদ্ধতার জন্য সে কোন মামলাই মোকাবেলা করতে পারে না। তাই এই সুযোগ বার বার তাহাকে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয়। তাছাড়া প্রতিনিয়ত তাহাকে আখই মিয়া নামের একজন ব্যাক্তি, গ্রাম বুড়ারগুল তাহাকে প্রাণনাসের হুমকি দিয়ে থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত দিন গুলিতে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি বর্গের কারনে তাহাকে মারধর করতে পারে নি, বর্তমান প্রশাসনিক দুর্বলতার সুযোগে আজ ০৮/১০/২০২৫ইং আনুমানিক দুপুর ২.ঘটিকার সময়, সবুজ চন্দ্রের বসত ঘরে আক্রমণ চালায়, বাদ যায় নি তার স্যানিটারি লেট্টিন ও পানির টিউবওয়েল সহ ব্যবহারি জিনিস পত্র, সবুজ চন্দ্র হিন্দুধর্মের হওয়াতে অনেকটা বিনা বাধায়, আখই মিয়া ও গং রা নির্বিচারে এই ধংশ কার্যক্রম চালায়, সবুজ চন্দ্রের স্কুল পড়ুয়া ছোট মেয়ে ও তার বউকে প্রানে মারার জন্য জখম করে।

পরবর্তী স্থানীয় লোকজন এর সহায়তায় তারা প্রাণে রক্ষা পায়, এই ব্যাপারে সবুজ চন্দ্রকে জিজ্ঞাসা করলে সে নিরুপায় হয়ে দেশের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে, সবুজ চন্দ্র অভিযোগ করে বলেন আখই মিয়া, সাবেক ডাকাত দলের সর্দার, বিভিন্ন মামলায় সে অনেক বার জেল কেটে বের হয়েছে, তাহাকে ব্যবহার করে, একটি ভূমি দখলদার বাহিনী তাহাকে এই দেশ থেকে বিতাড়িত করে ভারত পাঠিয়ে দিতে চায়।

স্থানীয় চেয়ারম্যান রফিক উদ্দিন আহমেদ জানান, বিষয়টি উনার নিয়ন্ত্রণ এর বাহিরে, উনার পক্ষে এই মুহুর্তে সবুজ চন্দ্রের সাহায্য কোন কিছু করতে পারবেন না, স্থানীয় নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক রাজনৈতিক নেতা বলেন, আখই গং এর বিরুদ্ধে এই মুহুর্তে তার অবস্থান নেওয়া সম্ভব নয়, এই বিষয় টি মৌলভীবাজার জেলা হিন্দু সংগঠন সভাপতি এই অমানবিক কাজের নিন্দা জানান, আমাদের ঢাকা প্রতিনিধি এই ব্যাপারে বাংলাদেশ সংখ্যা লঘু কেন্দ্রীয় এক্য পরিসদের মুখ্যপাত্রের দৃস্টি কামনা করলে তিনি এ ব্যাপারে স্ব-রাস্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মহোদয় এর সাথে এই ব্যাপারে কথা বলার পর, উনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন