বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ মৌলভীবাজারের বড়লেখা উপজেলাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্দাইল বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভারতীয় মহিষ আটক করেছে।সোমবার(০৫ জানুয়ারি) আনুমানিক বিকেল সাড়ে ৫টায় সীমান্ত থেকে প্রায় ৩.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গান্দাইল হাটুভাংগা টিলা এলাকায় তাদের একটি টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩টি ভারতীয় মহিষ (১টি বড়, ১টি ছোট ও ১টি বাছুর) আটক করতে সক্ষম হয়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান জানান, আটককৃত মহিষগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225