বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

- আপডেট সময়ঃ ০৬:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ৯৯ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখায় ছয়দফা দাবিতে স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় কমিটির ডাকে গত ১ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু হয়েছে। তাদের দাবি বেতন বৈষম্য নিরসনসহ তাদের সকল দাবি মেনে নিতে হবে। এ কর্মবিরতির কারণে, শিশুদের রুটিন ইপিআই টিকাদান, ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকা ক্যাম্পেইনসহ প্রাথমিক স্বাস্থ্যসেবায় প্রভাব পড়েবে বলে সংশ্লিষ্টরা আশঙ্কার কথা জানিয়েছেন।
শনিবার সকাল থেকে বড়লেখা উপজেলার সব ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জড়ো হন এবং তাদের ছয় দাফা দাবির অবস্থান কর্মসূচি শুরু করেন।
কর্মসূচি চলাকালে তারা দাবি তুলেন নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। তাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি তারা চালিয়ে যাবেন বলে সংবাদ মাধ্যমে জানান।
কর্মবিরতি অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মাসুক আহমেদ, সাধারণ সম্পাদক বিকাশ দাশ, যুগ্ম সম্পাদক তাপস শেখর দেব, স্বাস্থ্য পরিদর্শক ফাতেমা বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গীতা দাস, স্বাস্থ্য সহকারী এমদাদুল ইসলাম, আলম হোসেন ও তারেক আহমদ প্রমুখ।