বড়লেখার পাথারিয়া কলেজে নবীন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে স্বাগত জানালো সাবেক শিক্ষার্থীরা
- আপডেট সময়ঃ ০৩:২৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭৩ বার পড়া হয়েছে।

বড়লেখা উপজেলার সুজানগর পাথারিয়া কলেজের প্রতিষ্ঠার পর এই প্রথম নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে স্বাগত জানালো সুজানগর পাথারিয়া কলেজের সাবেক এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।
কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথম সুজানগর পাথারিয়া কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল, চকলেট ও শিক্ষা উপকরণ উপহার দিয়ে স্বাগত জানিয়েছে কলেরজের সাবেক শিক্ষার্থী মারজান হাসনাত তুহিন ও মেহেদী সামাদ সাইমুল এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শেখ মাহিন ও আফজল হক।
সোমবার সকালে কলেজে অরিয়েন্টেশন ক্লাশে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল, শুভেচ্ছাবার্তা, কলম ও চকোলেট তুলে দিয়ে বরণ করে নেয় তারা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয় “আমরা নবীন শিক্ষার্থীদের গোলাপ, কলম ও চকোলেট দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সেই সঙ্গে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পড়াশোনার । শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় পাশে থাকব। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
নবাগত শিক্ষার্থী তাসনিয়া আক্তার জানান, “কলেজের প্রথমদিনে ফুল, কলম ও চকোলেট পাব—এটা কখনো ভাবিনি। সত্যিই আমি মুগ্ধ।”
নবীন শিক্ষার্থী সালমান আহমদ বলেন, “বেশ অবাক লেগেছে। ভাবিনি কেউ এভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। কলেজ জীবনের শুরুটা এত সুন্দর হবে, যা ভবিষ্যতে স্মৃতি হয়ে থাকবে।”
নবীন শিক্ষার্থী শেখ সায়েক বলেন “এরকম উপহার পেয়ে সত্যিই আমরা খুবই আনন্দিত, এটা আমাদের পরবর্তী জীবনে দারুণভাবে অনুপ্রাণিত করবে। আয়োজক অগ্রজদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।














