
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফলাফল প্রকাশ করেন।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয়। কলেজটির ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং এর মধ্যে ৪৬ জন সফলভাবে উত্তীর্ণ হন। ফলে পাশের হার দাঁড়ায় ৫৪.৭৬ শতাংশ, যা সিলেট শিক্ষা বোর্ডের গড় পাশের হার ৫১.৮৬ শতাংশের চেয়ে কিছুটা বেশি।
উপজেলার অন্যান্য কলেজগুলোর ফলাফল তুলনামূলকভাবে কম। পাশের হার অনুযায়ী অবস্থান হলো, বড়লেখা ডিগ্রি কলেজ ৪২.৭৪%, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ ৪১.৯৫%, দাসের বাজার আদর্শ কলেজ ২৯.১১%, সুজানগর পাথারিয়া কলেজ ১৪.৬৯% এবং শাহবাজপুর স্কুল অ্যান্ড কলেজ ১৪.৪২%।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225