০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বড়লেখা গলায় দা ধরে মোবাইল ফোন ছি’ন’তা’ই আসামি গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৫:৩১:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ৬৪ বার পড়া হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখায় একজন নারীর গলায় দা ধরে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাজিম উদ্দিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাকে উপজেলার মহদিকোনা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ ছিনতাই হওয়া মোবাইল ফোনও উদ্ধার করেছে।

তাজিম নিজবাহাদুরপুর ইউনিয়নের হলদিরপার গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে নিজবাহাদুরপুর নয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন মায়ারুন নেছা (৬০) ও তার নাতি ইকবাল হোসেন (১২)। পথে তাজিম উদ্দিন মায়ারুন নেছার গলায় দা ধরে ভয় দেখিয়ে তার হাতে থাকা স্যামসাং গ্যালাক্সি এম-১২ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনার মায়ারুন বড়লেখা থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. অলিয়ার রহমান ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। শুক্রবার রাতে  উপজেলার মহদিকোনা এলাকা থেকে তাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেন। সেই সময় ছিনতাই হওয়া মোবাইলও উদ্ধার করা হয়।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ছিনতাইকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে  জানান, আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন