
মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে হাজিগঞ্জ বাজারে নতুন করে ড্রেন নির্মাণ ও খননের উদ্যোগ নিয়েছে বড়লেখা পৌর প্রশাসন। নির্মাণ কাজের ধীরগতিতে চলার কারণে ব্যবসায়ী চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। ব্যবসায়ীরা অভিযোগ করছেন এই কার্যক্রমে ধীরগতির কারণে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
পৌর শহরের প্রধান সড়কের পাসে ড্রেন খনন ও নতুন করে নির্মাণের ফলে বাজারে আগত ক্রেতাদের দোকানপাট,ব্যংক,বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর কারণে তাদের ব্যবস্থা, বানিজ্য কমে গেছে বলে জানিয়েছেন পৌর শহরের বাজারের ব্যবসায়ীরা।
পৌর প্রশাসন জানায়, হাজিগঞ্জ বাজারে ড্রেন নির্মাণকাজ ও ড্রেন খনন দ্রুত শেষ করার চেষ্টা করছেন তারা । বাজারের রাস্থায় বৃষ্টি হলে যেন জলাবদ্ধতা দূর হয় তাই জনগনের সুবিধার সার্থে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। কিছুদিনের ভিতরে বাজারের পরিবেশ আরও উন্নত হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
ব্যবসায়ীরা আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে এবং রাতে কাজের ব্যবস্থা গ্রহণ করে বাজারের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য পরিচালনায় সহায়তা করবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225