কক্সবাজারের টেকনাফের নাফ নদে শিকারির বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের কোরাল মাছ। বুধবার (২২ জুলাই) উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোহাম্মদ মোদাচ্ছের নামের স্থানীয় এক শিকারির বড়শিতে মাছটি ধরা পড়ে।
শিকারি মোদাচ্ছির জানান, বুধবার ফজরের নামাজ শেষে বড়শি নিয়ে শাহপরীর দ্বীপ জেটিতে গিয়ে নাফ নদে বড়শি ফেলেন তিনি। সকাল ১০টার দিকে বড়শিতে বড় কোরাল মাছটি আটকা পড়ে।
একপর্যায়ে মাছটি তুলে দেখা যায় ওজন ২৫ কেজি। পরে প্রতিকেজি এক হাজার ৩০০ টাকা দরে সাবরাংয়ের এক মাছ ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন তিনি। মোদাচ্ছির বলেন, তিন বছর ধরে জেটিতে বড়শি দিয়ে মাছ ধরি। অনেক সময় ছোট-বড় মাছ ধরা পড়ে।
এসব মাছ বিক্রি করে সংসারের খরচ চলে। পরিবারে মাছের চাহিদা মেটে। তিনি বলেন, আমার মতো আরো অন্তত ২০ জন প্রতিদিন জেটিতে বড়শি দিয়ে মাছ ধরে। মাছটির ক্রেতা মোহাম্মদ ফারুক বলেন, বড়শিতে ধরা ২৫ কেজির কোরাল মাছটি এক হাজার ৩০০ টাকা দিয়ে কিনেছি।
টেকনাফের স্থানীয় মানুষের কাছে কোরাল মাছের বেশ কদর। মাছটি কেজিতে দেড় হাজার টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদে বড়শিতে আজ একটি বড় কোরাল মাছ ধরা পড়ছে। কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে।
কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। নাফ নদের কোরাল মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন।
প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT