০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বড় ভাইয়ের প্রেম বিরোধের জেরে ছোট ভাই খুন

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০১:১৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ২৮ বার পড়া হয়েছে।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বড় ভাইয়ের প্রেমঘটিত বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রের নাম সামছুজ্জামান চৌধুরী সাদেক (১৮)। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

নিহত সাদেক উপজেলার কাগাপাশা গ্রামের খালেকুজ্জামান চৌধুরীর ছোট ছেলে। তারা দীর্ঘদিন ধরে বলাকীপুর গ্রামে বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালেকুজ্জামানের বড় ছেলে এনায়েতুজ্জামান চৌধুরী পুলিশের সদস্য। তার সঙ্গে একই গ্রামের মাওলানা সারাজ মিয়ার মেয়ে তাসনিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে এনায়েত তাসনিয়ার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু তারা রাজি হননি। প্রায় তিন-চার মাস আগে তাসনিয়া প্রেমিক এনায়েতকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন।

এ ঘটনায় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বুধবার বিকালে এনায়েতের ছোট ভাই সাদেককে তার শ্যালকসহ স্ত্রীর স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নিহতের মা শরীফুল বেগম বলেন, আমার বড় ছেলে এনায়েতের সঙ্গে সারাজের মেয়ে তাসনিয়ার প্রেম ছিল। সারাজকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হননি। পরে তাসনিয়া স্বেচ্ছায় আমার ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। এরপর থেকেই তারা আমাদের হত্যার হুমকি দিয়ে আসছিল। তারা আমার ছোট ছেলেকে পরিকল্পিতভাবে খুন করেছে।

বানিয়াচং থানার ওসি মিজানুর রহমান বলেন, ছেলে-মেয়ের প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকারীদের বাড়ি ঘেরাও করে। তবে তাসনিয়ার মা-বাবাসহ পরিবারের সদস্যরা কৌশলে পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন