০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

বাংলাওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দূর্দান্ত খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোযেন্টি সিরিজের প্রথম দুটিতে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে লিটন-মুস্তাফিজরা। তৃতীয় ম্যাচে টাইগাররা মাঠে নামছে বাংলাওয়াশের (হোয়াইটওয়াশ) লক্ষ্য নিয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচই হয়েছে লো-স্কোরিং। দুটি ম্যাচেই বাংলাদেশ দ্র্দূান্ত খেলেছে। বিশেষ করে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পাকিস্তানি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি সেভাবে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে সাত উইকেটের জয়। পাকিস্তানকে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে অলআউট হয় ১১০ রানে। জবাবে ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১১২ রান। দ্বিতীয়টিতে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৮ রানের জয়। এতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে লিটন-ইমনরা। আগে ব্যাট করে ২০ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১৩৩ রানে। জবাবে ১৯.২ ওভারে ১০ উইকেটে পাকিস্তান করে ১২৫ রান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘অবশ্যই আমরা ৩-০ করার জন্য খেলব। আমরা আমাদের কাজটা করে যাব। ম্যাচ জিততে চাইব। শেষ ম্যাচ হালকাভাবে নেওয়ার কিছু নেই।’ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ হেরেছে টাইগাররা। এর মধ্যে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ হোয়অইটওয়াশ হয়ে ফিরেছিল। টানা ছয় ম্যাচে হারার পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে জেয়ের ধারায় ফিরে আসে লিটন-জাকেররা। শেষ পর্যন্ত লঙ্কানদেরকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে দেশে ফিরেছে টাইগাররা। টানা ৪ ম্যাচ অপরাজিত থাকা বাংলাদেশ জয়ের ধারাটা ধরে রাখতেই আজ তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে। একই সঙ্গে এটি বাংলাদেশের জন্য প্রতিশোধের ম্যাচ। পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে আসার পর এবার তাদেরকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বাংলাওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা।

আপডেট সময়ঃ ০৩:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দূর্দান্ত খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোযেন্টি সিরিজের প্রথম দুটিতে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে লিটন-মুস্তাফিজরা। তৃতীয় ম্যাচে টাইগাররা মাঠে নামছে বাংলাওয়াশের (হোয়াইটওয়াশ) লক্ষ্য নিয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচই হয়েছে লো-স্কোরিং। দুটি ম্যাচেই বাংলাদেশ দ্র্দূান্ত খেলেছে। বিশেষ করে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পাকিস্তানি ব্যাটাররা দাঁড়াতেই পারেনি সেভাবে। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পেয়েছে সাত উইকেটের জয়। পাকিস্তানকে আগে ব্যাট করে ১৯.৩ ওভারে অলআউট হয় ১১০ রানে। জবাবে ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১১২ রান। দ্বিতীয়টিতে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ পেয়েছে ৮ রানের জয়। এতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে লিটন-ইমনরা। আগে ব্যাট করে ২০ ওভারে বাংলাদেশ অলআউট হয় ১৩৩ রানে। জবাবে ১৯.২ ওভারে ১০ উইকেটে পাকিস্তান করে ১২৫ রান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘অবশ্যই আমরা ৩-০ করার জন্য খেলব। আমরা আমাদের কাজটা করে যাব। ম্যাচ জিততে চাইব। শেষ ম্যাচ হালকাভাবে নেওয়ার কিছু নেই।’ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ হেরেছে টাইগাররা। এর মধ্যে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ হোয়অইটওয়াশ হয়ে ফিরেছিল। টানা ছয় ম্যাচে হারার পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে জেয়ের ধারায় ফিরে আসে লিটন-জাকেররা। শেষ পর্যন্ত লঙ্কানদেরকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে দেশে ফিরেছে টাইগাররা। টানা ৪ ম্যাচ অপরাজিত থাকা বাংলাদেশ জয়ের ধারাটা ধরে রাখতেই আজ তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে। একই সঙ্গে এটি বাংলাদেশের জন্য প্রতিশোধের ম্যাচ। পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হয়ে আসার পর এবার তাদেরকে হোয়াইটওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে।

নিউজটি শেয়ার করুন