
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা শাখার দ্বাদশ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুলাই বুধবার বিকালে বিয়ানীবাজার পৌরশহরের পোস্ট অফিস রোডের উদীচী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমরেড এডভোকেট আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সেক্রেটারী খায়রুল হাছান , অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক কমরেড ফয়মল আহমদ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গোলাম মর্তুজা তাফাদার প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে এডভোকেট মোহাম্মদ আবুল কাশেমকে সভাপতি ও মোঃ আনিসুর রহমান সাধারণ সম্পাদক এবং প্রভাষক বিজিত আচার্য্যকে সহ-সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বিয়ানীবাজার উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225