০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ যেভাবে দেখবেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ৫৪ বার পড়া হয়েছে।

এশিয়া কাপ শেষ হলেও দেশে ফেরেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার সেই আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা। আজ (২ অক্টোবর) শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দেশের ক্রিকেট ভক্তদের অনেকের মনেই প্রশ্ন, কীভাবে দেখা যাবে এই সিরিজের ম্যাচ?

আফগানিস্তান-বাংলাদেশের মধ্যকার এই সিরিজ বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। টি স্পোর্টসের পাশাপাশি সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে নাগরিক টিভি। এছাড়া অনলাইনেও খেলা দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা। এ জন্য তাদের চোখ রাখতে হবে ট্যাপম্যাডে।

আফগানিস্তানে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত আফগানের মাধ্যমে খেলা দেখা যাবে। এছাড়া পাকিস্তানের দর্শকরা পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও সুপারের মাধ্যমে আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ সরাসরি উপভোগ করতে পারবেন। দেশটিতে ডিজিটাল প্লাটফর্ম তামাশা ও মাইকোতে খেলা দেখা যাবে। এছাড়া ভারতে খেলা দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে।এর বাইরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখানো হবে। অর্থাৎ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া অন্যান্য দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা ইউটিউবেই এই সিরিজের ম্যাচগুলো দেখতে পারবেন।২, ৩ ও ৫ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দিও দল।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন