বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার কমিটি অনুমোদন

- আপডেট সময়ঃ ০৪:৫৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা শাখার আংশিক কমিটি এক বছরের অনুমোদন দেওয়া হয়েছে। ৬ জুলাই সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত শনিবার (০৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ বি আল মাহমুদ, সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ মিছবাউল হক মোহন, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এনাম আরিয়ান মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি এসএম আমীরুল ইসলাম, সহ-সভাপতি: রুহুল আমিন, ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমীর হোসেন জালালি, যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, রেদ্বওয়ান হুসেন আসিফ, আবুল হুসেন তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক নাইম আহমদ, শাহরিয়ার হোসেন মাহি, ইঞ্জিনিয়ার সাকিল আহমদ, আরমান আহমদ লিমন, সাইফুর রহমান উজ্জল,অর্থ সম্পাদক রুবেল আহমদ মারজান, সহ-অর্থ সম্পাদক রেজাউর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ তামিম আহমদ, উপ-দপ্তর সম্পাদক মুক্তার আহমদ ইমরান, প্রচার সম্পাদক হুমায়ূন আহমদ, সহ-প্রচার সম্পাদক এম কে মুসা চৌধুরী, ক্রীড়া সম্পাদক জাহিদ আহমদ চৌধুরী, সহ-ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম শিপন, আইন বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ খান, সমাজসেবা সম্পাদক শফিকুল ইসলাম মাসুম, সহ-সমাজসেবা সম্পাদক গিয়াস উদ্দিন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওলী উল্লাহ, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ, রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ,কার্যকরী সদস্য ফারদিন হাসান, আবুল খয়ের, সাজ্জাদুর রহমান, ওলিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মনসুর, বুরহান আহমদ, নুরুল হোসেন, মো: মওদুদ মুসা।
সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানান, জেলা পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।