সাংবাদিক দিপু সিদ্দিকী বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের জনসংযোগ ও মার্কেটিং উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক নেতৃত্বের অনুমোদনের মাধ্যমে তাঁর এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
দিপু সিদ্দিকী দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তাঁর যোগদান স্কাউটসের জনসংযোগ ও প্রচার কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এমন দায়িত্ব পেয়ে দিপু সিদ্দিকী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “স্কাউটস মূলত মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণে তরুণদের উদ্বুদ্ধ করে। এই সংগঠনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাওয়ায় আমি গর্বিত। দায়িত্ব পালন করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল বিশ্বাস প্রকাশ করেছে যে নতুন উপকমিটির সদস্যরা সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225