ইউরোপে বাংলাদেশীদের সর্বাধিক ও সম্মানিত পুরস্কার – বাংলা কাগজ এ্যাওয়ার্ড ২০২৫ এ ভুষিত হলেন প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি ও তৃতীয় বাঙলা ডটকম সম্পাদক সাংবাদিক এনায়েত হোসেন সোহেল।
দীর্ঘ দু’যুগের অধিক সময় ধরে দেশ ও প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় রবিবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকালে গ্রীসের রাজধানী এথেন্সের হোটেল আকারনিস কাভাল্লার বল রুমে সহস্রাধিক মানুষের সরব উপস্থিতিতে আয়োজিত অনুষ্টানের অতিথিরা তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে এ সময় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন শ্রেনীপেশার ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউরোপে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির আলোকিত মানুষদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের ধারাবাহিকতায় মরক্কো, স্পেন, ফ্রান্স, ইতালী ও পর্তুগালের পর এবার গ্রীসের রাজধানী এথেন্সে এ পুরস্কার প্রদান করা হয়।
স্ব – স্ব ক্ষেত্রে অবদান রাখায় এ বছর ইউরোপ ও গ্রীসের বিশজন গুণী ব্যক্তিকে এ পুরস্কারে মনোনীত করা হয়েছিল।
বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ ও শামিমা মিতার যৌথ উপস্থাপনায় অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার ও কিমান আইল্যান্ডের সাবেক গভর্নর আনোয়ার চৌধুরী, স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সাল চৌধুরী এমবিই, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহিম চৌধুরী, সেলিব্রিটি সেফ টমি মিয়া,বাংলা কাগজের ডিরেক্টর সুফিয়া আলম, ডিরেক্টর রুহুল আমিন চৌধুরী মামুন, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারপার্সন ব্যরিস্টার আতাউর রহমান, বাংলা কাগজের সেক্রেটারি খসরু খান , সালিসবুরি কাউন্সিলের মেয়র আতিকুল হক,বিওন টিভির প্রধান নির্বাহী আব্দুল চৌধুরী সুমন,নিউজ ৭১ এর সম্পাদক সৈয়দ সাদেক,রানার টিভির সম্পাদক আসম মাসুম,লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, কিউ নিউজের সম্পাদক আব্দুল কাইয়ুম, এফএম টিভির সম্পাদক ফয়সল মাহমুদ, গ্রীক বাংলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।
পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান মাতিয়ে রাখেন ইউরোপের জনপ্রিয় শিল্পী সামস তামান্না, জিনাত শফিক, শিমুল চৌধুরী।
বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫ এ মনোনীত গুণীজনরা হলেন, সমাজসেবা ও উন্নয়নে আয়েবা সভাপতি ড.জয়নুল আবেদীন, কমিউনিটি উন্নয়নে আব্দুল কুদ্দুস, কমিউনিটি এনগেজমেন্টে তাজুল ইসলাম, এনামুল হক, সাংবাদিকতায় এনায়েত হোসেন সোহেল, সৃজনশীল উদ্যোক্তা দাদন মৃধা, সম্প্রদায়ের অনুপ্রেরণা কুদ্দুস মাতুবের, সফল উদ্যোক্তা আব্দুস সালাম, নুরুল আমিন, রফিক মোল্লা এনরবি রেমিট্যান্সে আল আমিন শেখ, আবুল হোসেন মোল্লা, সফল উদ্যোক্তা মোশারফ হোসেন লিয়াকত, আনোয়ার হোসেন, সাবিনা ইয়াসমিন, বাংলাদেশী খাবারের ঐতিহ্য জহির ডাকুয়া, শিল্প ও সংস্কৃতিতে বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংস্থা, গ্রাউন্ডওয়ার্ক কমিউনিটিতে গোলাম মাওলা, জাহিদুল হক. পরিবেশগত অসামান্য অর্জনে কলামিষ্ট শেবুল চৌধুরী, এম এইচ ফারুক বেপারী, শহিদুল ইসলাম সুহেল চৌধুরী (মরণোত্তর)।
২০১৫ সাল থেকে ইউরোপের জনপ্রিয় বাংলা পত্রিকা বাংলা কাগজের ফ্রান্স ব্যুরো হিসেবে কাজ করে চলেছেন অদ্যবদি। কাজ করছেন আইওনটিভির ফ্রান্স প্রতিনিধি হিসেবে। তাছাড়া কাজ করছেন আইঅন টিভি ইউকে’র ফ্রান্সের বিশেষ প্রতিনিধি হিসেবে। সম্পাদক হিসেবে রয়েছেন তৃতীয় বাঙলা ডটকম’র।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT