বাভুমা ও সূর্য যেখানে সমান।

- আপডেট সময়ঃ ০৭:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে।

টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব বিরল ক্রিকেটারদের একজন। দ্রুত রান তুলতে পারেন, ব্যাকরণের বাইরে শট খেলেন এসব করে আবার ধারাবাহিকও।
এই যেমন এবারের আইপিএলে টানা ১৩ ম্যাচে ২৫ বা এর চেয়ে বেশি রান করেছেন মুম্বাই ইন্ডিয়ানসের এই ক্রিকেটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে যৌথভাবে টানা ২৫ বা এর চেয়ে বেশি রানের ইনিংস খেলার রেকর্ড এটি।এর আগে এই রেকর্ডটা যাঁর ছিল, তাঁর নাম শুনে অবাক হতে পারেন। অন্তত টি-টোয়েন্টি ক্রিকেটের প্রসঙ্গে তাঁর নাম আসে না। এত দিন রেকর্ডটি একার ছিল দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমার। ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে তিনিও টানা ১৩ ম্যাচে ২৫-এর বেশি রান করেছিলেন।সূর্যর এই যাত্রার শুরু হয় আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে। সেই ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক করেন ২৯। আর গতকাল দলকে প্লে অফে তোলার ম্যাচে খেলেন অপরাজিত ৭৩ রানের ইনিংস। এই ১৩ ইনিংসের মধ্যে সূর্য ফিফটি করেছেন ৪টি।
ধারাবাহিকভাবে রান করে গেলেও আইপিএলে সর্বোচ্চ রানের শীর্ষে তিনি নেই। ৫৮৩ রান নিয়ে তাঁর অবস্থান ৩ নম্বরে। শীর্ষে আছেন গুজরাটের সাই সুদর্শন, তাঁর রান ৬১৭। দ্বিতীয় স্থানে যিনি আছেন, তিনিও গুজরাটের, শুবমান গিলের রান ৬০১। স্ট্রাইক রেট বিবেচনায় অবশ্য তিনি গিল ও সাইয়ের চেয়ে এগিয়ে। তাঁর স্ট্রাইক রেট ১৭০.৪৬, শীর্ষ পাঁচে থাকা ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি।আইপিএলে টানা ২৫ রান বা এর চেয়ে বেশি রানের রেকর্ড কয়েক দিন আগেই নিজের করে নিয়েছেন সূর্যকুমার। ২০১৪ সালে রবিন উথাপ্পা টানা ১০ ইনিংসে করেছিলেন ২৫-প্লাস রান। সেই পারফরম্যান্সে ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা। মুম্বাই কি সেই পথেই হাঁটছে