০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বালাগঞ্জের মাদ্রাসাবাজারে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র পথসভা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৬:১৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৮২ বার পড়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে বালাগঞ্জের মাদ্রাসাবাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই বিশিষ্ট সমাজসেবী মো. নিজাম উদ্দিন।

এসময় তিনি বলেন, পারিবারিক ভাবেই আমরা সকল ভাইয়েরা বিভিন্ন ভাবে সমাজসেবার সাথে যুক্ত। আমাদের বড় ভাই ‘গরীবের ডাক্তার’ খ্যাত প্রফেসর ডাক্তার আলাউদ্দিন এফআরসিএস এলাকায় বিনা পয়সায় রোগী দেখে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। তাঁর সমাজসেবার ব্রত থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেও ছোট ভাই ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই সমাজসেবার পাশাপাশি রাজনীতির সাথে যুক্ত রয়েছেন।

তিনি বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন বিগত সরকারের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে যুক্তরাজ্যে থেকেও প্রতিবাদ করেছে। তার মেধা ও দক্ষতার কারণেই সে-দেশে ব্যাপক সুনাম কুড়িয়েছে। বর্তমান সময়ের দাবী তার মতো উচ্চ শিক্ষিত মেধাবীদের মুল্যায়ন করা। তিনি আরও বলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিনের নির্বাচনী প্রচারণায় যে সাড়া পাওয়া যাচ্ছে, আমরা আশাকরি বিএনপি তাকে মনোয়ন দিলে এই আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে।
এর আগে, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই-র বড় ভাই মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে তার পক্ষে বালাগঞ্জ উপজেলার গহরপুর, মাদ্রাসাবাজার, মুরারবাজার, বাংলাবাজার, আদিজপুর, পশ্চিম গৌরীপুর ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ, ফ্যাষ্টুন, পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়।

পথসভা ও গণসংযোগে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন, নাবির মোহাম্মদ নিজাম, জাহিদুল ইসলাম জুনান, শাহান আহমেদ, আব্দুল কাইয়ুম, শাহ নওয়াজ উদ্দিন, এলু আহমেদ, আবদুল করিম, মুন্না আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন