১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজদের সবাই মিলে প্রতিহত করবো: আনিসুল হক

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৮:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৮ বার পড়া হয়েছে।

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, অনিয়ম করলে সহ্য করা হবে না, চাঁদাবাজদের সবাই মিলে প্রতিহত করবো বলে জানিয়েছেন আনিসুল হক।

সুনামগঞ্জের তাহিরপুরে উত্তর শ্রীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন প্রধান অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষকদের আহবায়ক, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক কথাগুলো বলেন।

সোমবার দুপুরে ইউনিয়নের বাগলী বাজারের মেইল রোডে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা সেচ্ছাসেবক আহবায়ক শাহীন আলম এর সভাপতিত্ব করেন।

আনিসুল হক আরও বলেন, ফ্যাসিস আওয়ামীলীগের পতনের নায়ক আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সুনামগঞ্জ ১আসন বিএনপির মনোনীত প্রতিনিধি সহ নির্বাচনে ভোটে তারেক রহমান প্রধান মন্ত্রী নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবসাসহ সকল দিকের উন্নয়ন হবে। তিনি বলেন, জনগনের প্রিয়জন হবেন, জনগনের জাছে যাবেন, কাউকে কষ্ট দিবেন না, কাছে টেনে নিবেন তা তারেক রহমানের নির্দেশ। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের কাজ করবেন। সেখানে সকল শ্রেণির মানুষের কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক রাকাব উদ্দিন, সদস্য আবুল হুদা, এমদাদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোশাহিদ আলম, সাধারণ সম্পাদক সামাদ মুন্সি। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন