সিলেট-১ আসন (সদর ও নগর) বিএনপির প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের মনোনয়নপত্র ঘোষণা করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) সকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম এই ঘোষণা করেন। এদিকে, খন্দকার মুক্তাদির মনোনয়নপত্রে প্রস্তাবকারী সমর্থককারীদের মধ্যে সাংবাদিক, মুক্তিযুদ্ধা, চা শ্রমিক, জুলাই যুদ্ধা, তরুণ প্রজন্মের প্রতিনিধিকে রেখেছেন। তার হাতে নগদ অর্থ আছে ৬৪ লাখ ২৮ হাজার ১৪৭ টাকা। আর ব্যাংকে আছে ৪ লাখ ৫৮ হাজার ১৯৩ টাকা। নগদ ও ব্যাংক মিলিয়ে তার আছে ৬৮ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা।
খন্দকার মুক্তাদিরের অস্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ১৫ কোটি ৭২ লাখ ৭ হাজার ৭৮৯ টাকা ও স্থাবর সম্পত্তি ১৮ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৯৪১ টাকা। সবমিলিয়ে তার সম্পত্তির পরিমাণ ৩৪ কোটি ৩৫ লাখ ৬৪ হাজারর ৭৩০ টাকা। ব্যাংকের কাছে তার দায় রয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৮ হাজার ৫১১ টাকা।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225