যুক্তরাজ্য বিএনপি’র আমৃত্যু সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব কমর উদ্দিনের ১৪তম মৃত্যু বার্ষিকী আজ
২০১১ সালের ২২ এপ্রিল শুক্রবার বাকিংহামশায়ারে দলীয় কর্মসূচি শেষে লন্ডন ফেরার পথে গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
উলে¬খ্য, তিন মেয়ে ও দুই ছেলের বাবা কমর উদ্দিন । ৬০ এর দশকের মধ্যভাগে তিনি ব্রিটেনে পাড়ি জমান। প্রথমে বিভিন্ন ধরনের চাকরি করলেও পরে ব্যবসা শুরু করেন। রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, মানি ট্রান্সফারসহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত তিনি জড়িত ছিলেন।
৮০ এর দশকের মধ্যভাগ থেকে কমর উদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। ৯৪ সালে যুক্তরাজ্য বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও ২০০৬ সালের দিকে এই পদ লাভে সক্ষম হন। শুধু তাই নয়, দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবেও নিয়োগ পান তিনি। শুধু ব্রিটেন নয়, ইউরোপসহ বিভিন্ন দেশেও বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদারে তিনি ভূমিকা রাখেন। প্রয়াত কমর উদ্দিন শুধু যুক্তরাজ্য বিএনপি নয়, সমগ্র ইউরোপসহ বিভিন্ন দেশে দলের হাল ধরে রেখেছিলেন। আগামী মে মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর ছিলো বলে সম্প্রতি খুবই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তিনি।
তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। লন্ডনে চিকিৎসাধীন তারেক রহমানকে পৃষ্ঠপোষকতা দেওয়া কমর উদ্দিনের সিলেটের আঞ্চলিক রাজনীতিতেও ব্যাপক প্রভাব ছিলো।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT