বাংলাদেশের কালজয়ী সংগীত শিল্পীদের একজন মনির খান। অঞ্জনাখ্যাত এই সংগীতশিল্পী গানের পাশাপাশি রাজনীতিতেও বেশ সরব। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক। ফলে আওয়ামী রেজিমে এক প্রকার কোনঠাসা ছিলেন মনির খান। সম্প্রতি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে বিএনপি থেকে পদত্যাগ করেছেন মনির খান।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন গায়ক। সংবাদমাধ্যমকে মনির খান বলেন, ‘আমার এলাকার শত্রুপক্ষ এ অপপ্রচার চালাচ্ছে। ২০১৮ সালের বিএনপির সঙ্গে আমার মনোমালিন্যের ঘটনাটিকে আমার শত্রুপক্ষ দুদিন ধরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে এ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে জানতে অনেকেই আমাকে ফোনও করছেন।’গুজবের কারণ হিসেবে এই সংগীতশিল্পী বলেন, ‘বিএনপি থেকে নমিনেশন সংগ্রহ করলেই তো আমিই মনোনয়ন পাবো। এ বিষয়টি অনেকের সহ্য হচ্ছে না। বিএনপির সবাই তো আমার বন্ধু বা শুভাকাঙ্ক্ষী নয়। যারা আমার ভালো চায় না, সেই শত্রুপক্ষ এ ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। মিথ্যা একটা ঘটনাকে আবার নতুন করে ছড়ানো হচ্ছে। ২০১৮ সালে একটা ঘটনার কারণে আমি বিএনপির পদ-পদবি থেকে দূরে সরে এসেছিলাম। আমি তো কখনো বিএনপি থেকে পদত্যাগ করিনি।’
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT