বিএনপি-যুবদলের শীর্ষ পাঁচ নেতা বহিষ্কার

- আপডেট সময়ঃ ১১:০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে।

দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করায় চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়া নেতারা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম ও মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন।
এদিকে বিএনপি ও যুবদল নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে করেরহাট, মিরসরাই উপজেলা সদর, বারইয়ারহাট, বড়তাকিয়াসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।