বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর আন্তঃ রেজিমেন্ট/উইং ফায়ারিং প্রতিযোগিতা ২০২৫ কুমিল্লা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন হয়েছে। ময়নামতি রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতা ৯ ও ১০ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রেজিমেন্ট ও উইং থেকে অংশগ্রহণকারী ক্যাডেটদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর মহাস্থান রেজিমেন্ট চ্যাম্পিয়ন এবং রমনা রেজিমেন্ট রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ব্যক্তিগত পর্যায়ে শ্রেষ্ঠ ফায়ারার (পুরুষ) নির্বাচিত হয়েছেন রমনা রেজিমেন্টের ক্যাডেট ল্যান্স কর্পোরাল নাবিল মাহমুদ, এবং শ্রেষ্ঠ ফায়ারার (মহিলা) হয়েছেন মহাস্থান রেজিমেন্টের ক্যাডেট আফরা রুমালী তন্নী।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি। তিনি বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তিনি বলেন, “বিএনসিসির ক্যাডেটরা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। তাদের শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেমই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে কুমিল্লা সেনানিবাসের সামরিক কর্মকর্তা, বিএনসিসির বিভিন্ন রেজিমেন্টের কর্মকর্তা, প্রশিক্ষক ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225