বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে সিলেট-৬ আসনের উন্নয়ন নিয়ে তাঁর নিজস্ব ভাবনার কথা তুলে ধরেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ ফখরুল ইসলাম।
‘আমাদের জনপদের উন্নয়ন ভাবনা’-শীর্ষক ধারাবাহিক আলোচনা সভার প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের গ্যাসে দেশের চাহিদার অনেকটুকু পূরণ হয় অথচ গ্যাস থেকে বঞ্চিত এই এলাকা। আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হলে সর্বত্র গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কাজ করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সংকট দূর করে ইউনিয়নভিত্তিক কমিউনিটি হাসপাতালগুলো আধুনিক করে গড়ে তোলা হবে। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা রাস্তাঘাট দ্রæত সংস্কার করা হবে। সকল উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে জনবহুল এলাকায় এর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের ব্যবস্থা রাখা হবে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি পুলিশ ফাঁিড় স্থাপন করা হবে।
তিনি বলেন, রাজনীতি হবে মানুষের কল্যাণে। নিজেদের আখের গোছানোর সংস্কৃতি বন্ধ করা না হলে দেশ এগুবেনা। তিনি আরোও বলেন, এখনো পর্যন্ত নির্বাচনের সুষ্টু পরিবেশ বজায় রয়েছে। এ অবস্থা চলমান থাকলে নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ হবে।
এক প্রশ্নের জবাবে হাফিজ ফখরুল ইসলাম বলেন, গণভোটে হ্যাঁ বা না প্রচারের বিষয়টি আরো সময় নিয়ে বিবেচনা করবেন তিনি।
বুধবার রাতে বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল হক শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ।
প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারী হাফিজ আব্দুল্লাহ, প্রেসক্লাব সদস্য আবুল হাসান ও এম এ ওমর।
সিলেট-৬ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ ফখরুল ইসলাম জমিয়তে উলামায়ে ইসলাম থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু দল বা জোট থেকে তিনি মনোনয়ন বঞ্চিত হন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225