
সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সমর্থনে গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আশফাক আহমদের বাড়িতে অনুষ্ঠিত এ বৈকঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- নির্বাচিত হলে লক্ষণাবন্দ ইউনিয়নসহ পুরো এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, খেলার মাঠ সংস্কার ও যুবসমাজের উন্নয়নমূলক সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য। মানুষের জন্য রাজনীতি করি, মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চাই।
উঠানবৈঠকে সভাপতিত্ব করেন লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ এবং সঞ্চালনা করেন সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবিদুল হক সাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এস এ রিপন, লক্ষণাবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ওজি মোহাম্মদ কাওসার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সাবেক সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুহেদুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ ও রাজন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কয়েস আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশফাক আহমদ।
উঠানবৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সুমেল আহমদ, ওয়ার্ড সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক মিনহাজুর রহমান ও ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি দিপু আহমদ প্রমুখ।
সভায় বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225