মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিজয়ের পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে জাতীয় পতাকা ও বিজয়ের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এতে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের কলেজ শাখার প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ ও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225