ঘটনাবহুল ২০২৫। খ্রিষ্টীয় বছরের আজ শেষ দিন। অনেক আনন্দ-বেদনা, পাওয়া-না পাওয়া, হাসি-কান্নার ঘটনা আর কথামালা নিয়ে আজকের সূর্যাস্তের পর স্মৃতি হবে সালটি। আগামীকালের সূর্য পৃথিবীতে নিয়ে আসবে নতুন বছর ২০২৬। সুন্দর আগামীর প্রত্যাশায় প্রার্থনায় নিমগ্ন হবে বিশ্বের মানুষ। তবু নানা কারণে বিশেষ গুরুত্ব বহনকারী ২০২৫-এর দিকে বারবার ফিরে তাকাবে তারা।
বিদায়ি বছরটি সবার জীবনেই বিশেষ গুরুত্বপূর্ণ। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০২৫ একটি ঘটনাবহুল বছর। জাতীয় ও আন্তর্জাতিকভাবে চড়াই-উতরাই আর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে পুরো দিনগুলো।
২০২৫ সালের হৃদয়বিদারক ও সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটল ৩০ ডিসেম্বর। বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এদিন মারা গেছেন। তার মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। যেখানে ছিল দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের এক মহান রাজনীতিকের ইতিহাস। যিনি মানুষের কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন।
বিদায়ি বছরে আরেক আলোচিত ঘটনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। অন্তর্বর্তী সরকার ঘোষণা করে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে রাজনীতির আলোচনার মূল কেন্দ্রতেই ছিল এই নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। এটি কতটা অংশগ্রহণমূলক, স্বচ্ছ হবে তার দিকে তাকিয়ে আছে দেশের মানুষ ও সারাবিশ্ব।
বছরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে ‘মব সন্ত্রাস’। সারা দেশে বিদায়ি বছর মব সন্ত্রাসের শিকার হয়ে হতাহত হওয়ার ঘটনা ছিল অনেক। বছরে শেষ দিকে এসে দুটি পত্রিকা অফিসও এই মব সন্ত্রাসের শিকার হয়।
২০২৫ সালে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন করে আলোচনার উঠে এসেছে বারবার। বাংলাদেশের গণ-অভ্যুত্থানের নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড, হত্যাকারীদের ভারতে পালিয়ে যাওয়া দু’দেশের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এরই মধ্যে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দু’দেশের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ইতোমধ্যে ১২ জনকে গ্রেফতার করা হলেও ভারতে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের হাইকমিশনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে এবং হুমকি দেয়। ভারতে থাকা বাংলাদেশ হাইকমিশনের অধিকাংশ শাখার সামনে তাণ্ডব চালায় তারা। এরই ধারাবাহিকতায় দেশ দুটি একে অপরের হাইকমিশনারকে তলব করে, বন্ধ করে দেওয়া হয় হাইকমিশন ও ভিসা সার্ভিস।
২০২৫ সালের ১৮ ডিসেম্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড বছরের আরেকটি আলোচিত ঘটনা। সারা দেশের মানুষ হাদি হত্যার প্রতিবাদে ফুঁসে ওঠে।
বিদায়ি বছর আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার মধ্যে আছে মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন-ইসরাইল সংঘাত। নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতিতে নির্বাচনকেন্দ্রিক বিভাজন ও অস্থিরতা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি চীন-তাইওয়ান উত্তেজনা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে। আলোচনায় ছিল ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিসহ নানা ক্ষেত্রে পরিবর্তন। বৈশ্বিক নানা ঘটনায় বাংলাদেশের বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় নানা চ্যালেঞ্জ সৃষ্টি করে। তবে ২০২৫ সালের এই শেষ সময়ে এসে বাংলাদেশের মানুষের মনে এখন একটি বড় প্রশ্ন-আসন্ন নির্বাচন কতটা আস্থা ফিরিয়ে আনতে পারেবে ২০২৬ সালে। গণতন্ত্র পুনরুদ্ধার কতটা সম্ভব হবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225