হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান চা-বাগান এলাকায় ঘরে মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত পলাশ মিয়া লালচান চা বাগান এলাকার আব্দুল খালেকের ছেলে। স্থানীয়রা জানান, পলাশ তার বাড়িতে নতুন একটি ঘর তৈরি করেছেন। ঢালাই কাজ শেষে কিউডিং-এর জন্য সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে সেখানে পানি দিতে যায় সে। এ সময় মোটর চালু করতে গেলে বিদ্যুতের তারে সাথে জড়িয়ে স্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT