বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) এর সিলেট জেলা দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি ৭ সেপ্টেম্বর মঙ্গলবার .ওয়েসিস হাসপাতালের ডা. নুরুল হাসান চৌধুরীকে সভাপতি, কুইন্স হাসপাতালের ডা. আহমদ নাফীকে সাধারণ সম্পাদক.এবং আল-রাইয়ান হাসপাতলের ডা. হোসাইন আহমদকে কোষাধ্যক্ষ করে কমিটি গঠিত হয়েছে।
এ সময় সংগঠনের সিলেট বিভাগীয় সহ সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. নিজাম আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) এর কেন্দ্রীয় সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ।বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিইও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ড. আলী আকবর, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী, মাউন্ট এডোরা হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. কে এম আখতারুজ্জামান, সিলেট ট্রমা সেন্টারের পরিচালক ডা. মোস্তফা তৌফিক আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ডা. হোসাইন আহমদ, কুইন্স হাসপাতলের ফাহিম আহমদ চৌধুরী। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাইম হাসপাতালের চেয়ারম্যান ডা. আশরাফুল ইসলাম।সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানবতার জন্য কাজ করতে সাংগঠনিক শৃঙ্খলা ও একতার দিকে জোর দেন। তারা সবাই একসাথে সিলেটে একটি মেডিকেল ট্যুরিজম তৈরি ও চিকিৎসা বিপ্লব সাধনের জন্য দুঢ় প্রত্যায় ব্যক্ত করেন।পরে কেন্দ্রীয় সভাপতি দুই বছরের জন্য গঠিত সিলেট জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ও পরিচয় করিয়ে দেন। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি ডা. ফজলুল হক সোহেল ( পাইনিয়র হাসপাতাল) , সহ সভাপতি ডা. সোলাইমান আহমদ(ওয়েসিস ডায়াগনস্টিক সেন্টার), ডা. জাকির হোসেন তাপু (কমফোর্ট মেডিকেল সার্ভিস) ,যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াজ মো. তাহমীম সোবহান বাবু (গ্রীন ভিউ ডায়াগনস্টিক সেন্টার), সাংগঠনিক সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরী(সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল), দপ্তর সম্পাদক ,সহযোগী অধ্যাপক ডা. আজহারুল ইসলাম রানা(আরোগ্য পলি ক্লিনিক) , সমাজ কল্যাণ সম্পাদক ডা. মুনতাসির আলম (মাদার কেয়ার মেটারনিটি ক্লিনিক), প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. ফাহমিদুর রহমান(শাহজালাল হাসপাতাল), সদস্য ডা. চৌধুরী ফয়জুর রব জোবায়ের(ইবনে সিনা হাসপাতাল) , ডা. ইশতিয়াক আলম রাসেল(সিটি ক্লিনিক), ডা. নাহিয়ান আহমেদ চৌধুরী(আল-হারামাইন হাসপাতাল), ডা. কাজী আরিফ বিল্লাহ(এম এফ টি হাসপাতাল), ডা. এম.ডি আবুল হায়াত(শাহজালাল পলি ক্লিনিক), রায়হান আহমদ সৌরভ(সিলমাউন্ট জেনারেল হাসপাতাল), ডা. সৈয়দ হাফিজুর রহমান(সিলডন হাসপাতালল) , ফখরুজ্জামান ওয়াসিম( ডেল্টা স্পেসালাইজড হাসপাতাল) , ডা. মো. আশরাফুল ইসলাম(প্রাইম হাসপাতাল) । এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন ইবনে সিনা হাসপাতাল সিলেটের মাওলানা হাবিবুর রহমান, মা ও শিশু হাসপাতালের ডা. জিয়াউর রহমান চৌধুরী, মাউন্ট এডোরা হাসপাতালের ডা. কে এম আখতারুজ্জামান, পপুলার মেডিকেল সেন্টারের ডা. মোস্তফা তৌফিক আহদেস এবং কুইন্স হাসপাতালের ফাহিম আহমদ চৌধুরী। কমিটি ঘোষণা শেষে প্রধান অতিথি বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) এর কেন্দ্রীয় সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ^াস ডাম্বেল বলেছেন সিলেটে সেবামূলক প্রতিষ্ঠান তথা হাসপাতাল ক্লিনিককে সর্বোচ্চ মানে নিয়ে যেতে হবে। তিনি বলেন সিলেটের প্রবাসীরা মাতৃভূমির প্রতি টান থেকে দেশে চিকিৎসা করাতে আসেন, আবার সিলেট অঞ্চলের লোকজন সিলেটেই মানসম্পন্ন চিকিৎসা নিতে চান তাই আমাদের মানুষের এই আবেগকে মূল্যায়ণ করতে হবে। এজন্য সিলেটকে সবার আগে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক মানের সেবা প্রদানের জন্য সিলেট থেকে কাজ শুরু হবে। এইজন্য সিলেটে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলা হবে আর প্রশিক্ষণের মাধ্যমে সেই মানের দক্ষ জনবল গড়ে তোলা হবে। যা এই সংগঠনের মাধ্যমে করা হবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225