
আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) চায়ের দেশ সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। মাঠের লড়াই শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি।
তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নিতে বিদেশি তারকারাও বাংলাদেশে আসতে শুরু করেছেন।
২৩ ডিসেম্বর সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বেশ কয়েকজন ক্রিকেটার নিজ নিজ দলের সাথে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
সিলেট টাইটান্স: দলটির অন্যতম প্রধান ভরসা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির গতকাল রাতেই সিলেটে এসে পৌঁছেছেন।
রাজশাহী ওয়ারিয়র্স: বিদেশি ক্রিকেটারদের আগমনে সবচেয়ে এগিয়ে আছে রাজশাহী। দলটির হয়ে খেলতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান, অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ ও হুসেইন তালাত।
এ ছাড়া নেপালের স্পিন তারকা সন্দীপ লামিচানে এবং লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো দলের সাথে যোগ দিয়েছেন।
রংপুর রাইডার্স: রংপুরের বিদেশি বহরের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশে পা রেখেছেন পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। এখনো পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালীর বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে এসে পৌঁছাননি। তবে বিপিএল কর্তৃপক্ষ ও দলগুলোর সূত্রমতে, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই সব দলের বিদেশি ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দেবেন বলে জানা যায়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225