বিয়ানীবাজারের আছিরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি, স্থানীয়দের ক্ষোভ

- আপডেট সময়ঃ ০২:১৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে।

দীর্ঘদিন ভোগান্তির পর বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম-আছিরগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। প্রায় সাড়ে ৬ কিলোমিটারের এ সড়কের কিছু অংশ আরসিসি ঢালাই এবং অবশিষ্ট অংশ বিটুমিন দিয়ে সংস্কার করা হবে। কিন্তু সড়ক সংস্কার কাজে ঠিকাদার প্রতিষ্ঠানের ধীরগতির জন্য স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা প্রকৌশলী অফিস জানায়, একটি প্রকল্পের মাধ্যমে বারইগ্রাম-আছিরগঞ্জ সড়কের প্রায় সাড়ে ৬ কিলোমিটার ও উপজেলার আলীনগর ইউনিয়নের রামধায় ৫শত মিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। ৬ কোটি টাকা ব্যয়ে এ সড়ক দুটি সংস্কার কাজের জন্য উপজেলা প্রকৌশল অফিস ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এমএ ইঞ্জিনিয়ারিং এনএস এন্টারপ্রাইজ জেভি-কে নিয়োগ দেয়। গত বছরের ৬ আগস্ট থেকে চলতি বছরের ৪ সেপ্টেম্বরের মধ্যে সড়ক দুটি সংস্কার কাজ সম্পন্ন হওয়ার কথা।
নির্ধারীত সময়ের মধ্যে এ সড়কের সংস্কার কাজ শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে। কাজের মেয়াদ মাত্র চার মাস অবশিষ্ট থাকলেও সড়কের ২০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। কাজের ধীরগতির কারণে সড়ক দিয়ে চলাচল করতে স্থানীয়দের অন্তহিন সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।
তবে লাউতা ইউনিয়ন পরিষদের সম্মুখের গুরুত্বপূর্ণ অংশ আরসিসি ঢালাই কাজ সম্পন্ন হওয়ার খুশি স্থানীয়রা।
বারইগ্রাম আছিরগঞ্জ সড়কের প্রায় সাড়ে ৬ কিলোমিটারের মধ্যে ৩শত মিটার আরসিসি ও ৬ কিলোমিটার বিটুমিন দিয়ে সংস্কার করা হবে। নির্ধারীত সময়ের মধ্যে সড়কের কাজ শেষ হবে বলে আশাবাদী উপজেলা প্রকৌশলী দিপক কুমার দাস।