বিয়ানীবাজারের পল্লীতে এক যুবকের মৃতদেহ পাওয়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে উপজেলার উত্তর দুবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক নাজির উদ্দিন (৩৭) মৃত তইয়াজ আলীর ছেলে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে পুলিশ জানায়।
স্থানীয়ভাবে জানা যায়, বাবা-মা মারা যাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান নাজির উদ্দিন। গোলাপগঞ্জ উপজেলায় বসবাসের পাশাপাশি সেখানে তিনি বিয়ে করেন। তার একটি সন্তান আছে। রবিবার সকালে তার স্ত্রীসহ শ্বশুড় বাড়ির লোকজন নাজিরের মৃতদেহ নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এ সময় গ্রামবাসীর সন্দেহ হলে তারা স্থানীয় জনপ্রতিনিধিসহ পুলিশকে খবর দেন। বিয়ানীবাজার থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গ্রামবাসীর জিজ্ঞাসাবাদে তার স্ত্রী জানান, পান চিবানোর সময় দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়। দাফন-কাফনের জন্য আত্মীয়স্বজনসহ স্বামীর মৃতদেহ নিয়ে তিনি শ্বশুড় বাড়িতে এসেছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225