বিয়ানীবাজারের মানবিক ইউএনও গোলাম মুস্তাফা মুন্না-জনসেবায় অনন্য দৃষ্টান্ত

- আপডেট সময়ঃ ০১:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে।

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দাফতরিক কাজ পরিচালনা করেন এই কর্মকর্তা। সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে থাকায় সেই দপ্তরের দায়িত্বও তিনিই সামলাচ্ছেন। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্না তাঁর নিষ্ঠা, সততা ও জনসেবার মানসিকতার জন্য উপজেলাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসকের দায়িত্বও একযোগে পালন করছেন।
তিনি নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, অবৈধ বালু-মাটি উত্তোলন রোধসহ নানা কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। এছাড়া স্থানীয় দরিদ্র, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন।
গোলাম মুস্তাফার যোগদানের পর থেকে পৌরশহরের ফুটপাত দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নানা উন্নয়ন কার্যক্রমে গতি এসেছে। উপজেলা পরিষদ ও আবাসিক কোয়ার্টার সংস্কারসহ প্রশাসনিক সৌন্দর্যবর্ধনে এসেছে দৃশ্যমান পরিবর্তন।
স্থানীয় বিভিন্ন সংগঠন ও সচেতন মহল ইউএনও’র কাজের প্রশংসা করে বলছেন, তিনি একজন কর্মঠ, সদালাপী ও সৎ কর্মকর্তা। তাঁর অফিসে সাধারণ মানুষ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন, যা স্থানীয়দের কাছে প্রশাসনের প্রতি আস্থার প্রতীক হয়ে উঠেছে।
গোলাম মুস্তাফা মুন্না বলেন, “আমি সবসময় কাজে বিশ্বাসী। সরকারি দায়িত্ব সততার সঙ্গে পালন করে জনগণের পাশে থাকতে চাই। সমস্যা দেখলে বলুন, সমাধানে সবার সহযোগিতা চাই।”
বিয়ানীবাজার উপজেলা এনসিপির সমন্বয়ক রায়হান আলম সাজু জানান, উপজেলা নির্বাহী অফিসার একজন সৎ ও কর্মঠ মানুষ বলে আমার কাছে মনে হয়েছে। পৌরসভা, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মতো তিনটি অতি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করার পরেও তার বিরুদ্ধে অভিযোগ তোলার মতো কোনো কিছু আমার নজরে পড়েনি। সরকারি নির্দেশনাগুলো তিনি খুবই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে তা সফল বাস্তবায়ন করার চেষ্টা করেন।
উপজেলা সুজনের সেক্রেটারী খালেদ আহমদ জানান, প্রাতিষ্ঠানিক কারণেই ইউএনও মহোদয়ের খুব কাছে যাওয়ার সুযোগ হয়েছে। কখনও ব্যক্তিগত কাজ, কখনও সামাজিক আবার কখনও প্রাতিষ্ঠানিক কাজ নিয়ে আমি তার কাছে গিয়েছি, উপস্থাপন ভঙ্গি অত্যন্ত চমৎকার। একটি নেগেটিভ মেসেজকে পজিটিভ আকারে নিয়ে আসার যোগ্যতা তার রয়েছে।
বিয়ানীবাজার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অমলেন্দু দে জানান, বর্তমান ইউএনও মহোদয় যোগদানের পর দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যনীতি অনুসরণ করে সরকারি সাহায্য সহযোগিতা প্রদান করে এলাকাবাসীর আস্থাভাজন হয়ে উঠেছেন।