গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অব্যাহত কার্যক্রম সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে বিয়ানীবাজারে কর্মরত সব সাংবাদিকের একান্ত সহযোগিতা কামনা করেছেন সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রবিবার (১৬ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতিবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ সহযোগিতা চান।
এসময় এমরান আহমদ চৌধুরী বলেন- বিয়ানীবাজার-গোলাপঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও জাসাসসহ যত অঙ্গ-সহযোগী সংগঠন রয়েছে সব ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। দু-একজনের মনে এখনো অভিমান থাকতে পারে, তবে সময়ের সঙ্গে তা দূর হয়ে যাবে এবং তারাও ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।
সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী আরও বলেন- বিএনপি ক্ষমতায় না থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করে বর্তমান সরকারের কাছ থেকে বরাদ্দ নিয়ে এসে এই দুই উপজেলায় বিভিন্ন রাস্তাঘাটসহ উন্নয়নমূলক কার্যক্রম চালাচ্ছি। সুতরাং ভালো কাজ করলে আপনারাও সহযোগিতা করবেন, মানুষও মূল্যায়ন করবেন।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে আহ্বান জানিয়ে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- সব ধর্মকে সম্মান করে বিএনপি। আমরা ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন। তবে একটি দল ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে। ধর্মের দোহাই নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভোট কব্জা করার চেষ্টা করছে তারা। তবে সচেতন ধর্মপ্রাণ মানুষ তা বুঝে। ফলে আগামী নির্বাচনে জনগণের হৃদয়ের প্রতীক ধানের শীষেরই বিজয় হবে ইনশা আল্লাহ।
মতবিনিময় অনুষ্ঠানে বিয়ানীনাজারের সাংবাদিক নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে রবিাবর বাদ জোহর গোলাপগঞ্জের শায়খে বাঘা রাহ.-এর নাতি, বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামিয়া মাদরাসার সাবেক মুহতামিম, রানাপিং মাদরাসার মুহতামিম, বরেণ্য আলেম মাওলানা জুবায়ের আহমদ রাহ.-এর জানাযার নামাজে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এছাড়া সন্ধ্যার পর বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন (মেম্বার)-এর ছোট ভাই সদ্য-মরহুম হারুনুর রশীদের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাদের বাড়িতে যান এমরান আহমদ চৌধুরী। এসময় সবার খোঁজ-খবর নেন এবং সবসময় তাদরে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিগত ২৫ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ঘোরা এই ‘অঘোষিত জনপ্রতিনিধি’।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225