বিয়ানীবাজার উপজেলার ৮টি কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি-সমমানের পরীক্ষা। এরমধ্যে ৫ টিতে এসএসসি, ২ টিতে দাখিল ও ১টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪ হাজার ২শ’ ৩৮জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা (আবশ্যিক)- প্রথম পত্র ও সহজ বাংলা- প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারী করেছেন। এ উপলক্ষে উদ্ভূত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
সূত্র জানায়, ২০২৪ সালের কেবল এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার উপজেলার ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225