ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দেশের অন্যান্য এলাকার মতো বিয়ানীবাজার উপজেলার সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হচ্ছে। এর ফলে উপজেলার মোট ৮৯টি ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আসবে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব ভোটকেন্দ্রে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেগুলো সচল রাখার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব কেন্দ্রে এখনো ক্যামেরা স্থাপন করা হয়নি, সেখানে শুধুমাত্র ভোটগ্রহণের দিনের জন্য অস্থায়ীভাবে নতুন ক্যামেরা বসানো হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ব্যবহারের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে ভোটারদের গোপনীয়তা নিশ্চিত করতে গোপন কক্ষের (ভোট দেওয়ার স্থান) কোনো দৃশ্য সিসিটিভি ক্যামেরার আওতায় আসবে না বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা তদারকি করবেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল জানান, প্রতিটি কেন্দ্রে ন্যূনতম ৬টি করে ক্যামেরা স্থাপন করা হবে। ক্যামেরাগুলো সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া যেসব কেন্দ্রে ইন্টারনেট সংযোগ নেই, সেখানে প্রয়োজনীয় সংযোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিয়ানীবাজার পৌরশহরকেন্দ্রিক অধিকাংশ ভোটকেন্দ্রে আগেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা রয়েছে। সেগুলো সচল রাখা গেলে অতিরিক্ত ব্যয় তেমন বাড়বে না। অন্যদিকে, যেসব কেন্দ্রে ক্যামেরা নেই, সেখানে অস্থায়ীভাবে স্থাপন করা হবে বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল বলেন, “গুরুত্বপূর্ণ কেন্দ্রসহ সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলে ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়বে এবং ভোটারদের সুরক্ষা নিশ্চিত হবে। কোনো ধরনের অপরাধ ঘটলে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অপরাধী শনাক্ত করা সম্ভব হবে।”
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225