
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে দুটি মামলায় মোট এক লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
গতকাল সোমবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার চারখাই ও লাউতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মো: আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিয়ানীবাজার।
অভিযানকালে চারখাই ইউনিয়ন এবং লাউতা ইউনিয়ন এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২টি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসন সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ ও অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225