সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বিয়ানীবাজারে আইফোনের জন্য বন্ধুকে হ-ত্যা করা সেই মুন্না গ্রে-ফ-তা-র

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময়ঃ ১১:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৮২ বার পড়া হয়েছে।

বিয়ানীবাজারে আইফোনের জন্য বন্ধুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৪ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে তাকে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সাজিদুল ইসলাম মুন্না (২৩) ঘাটাইল থানার দেলুটিয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে।

জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার থানার খশির নামনগর গ্রামের যুবক ইমন আহমদ বাড়ি থেকে স্থানীয় বৈরাগীবাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হলে পুলিশ সন্দেহভাজন হিসেবে ইমনের বন্ধু আশরাফুলকে আটক করে। পরে আশরাফুলের দেওয়া তথ্যমতে ১০ ডিসেম্বর বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুরপাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইমন আহমদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

জিজ্ঞাসাবাদে ইমনের ওই আশরাফুল জানায়, আইফোন ছিনতাইয়ের জন্য সাজিদুল ইসলাম মুন্নাসহ তিন-চার জন মিলে কৌশলে শালেশ্বর এলাকার একটি পুকুরপাড়ে নিয়ে ইমনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার কাছ থেকে আইফোন ছিনিয়ে নেয় তারা।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে টাঙ্গাইল থেকে সাজিদুল ইসলাম মুন্না নামের এক আাসামীকে গ্রেফতার করা হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, আইফোন ছিনিয়ে নিতে কয়েকজন বন্ধুমিলে ইমনকে খুন করেছে- তদন্তে এমনটা মিলেছে। ওই মামলার আসামী মুন্নাকে র‌্যাব গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

উল্লেখ্য, বোনকে বিয়ে দেয়ার সুবাধে মুন্না বৈরাগীবাজার এলাকায় বসবাস করতো। বিদেশ যাওয়ার টাকা সংগ্রহের জন্য বন্ধুর আইফোন ছিনতাই করে সে। হত্যাকান্ড পরবর্তী সে পালিয়ে নিজ এলাকা টাঙ্গাইলে আত্মগোপনে চলে যায়।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন