
ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে ধারণ করে বিয়ানীবাজার জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিঠা উৎসব। টানা দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
পৌরশহরের উত্তরবাজারে প্রেসক্লাব কার্যালয়ের সামনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে। উৎসবে গ্রামীণ ঐতিহ্যের নানা স্বাদের পিঠা নিয়ে অংশগ্রহণ করবে একাধিক স্টল। ফলে দর্শনার্থীরা এক ছাদের নিচে দেশীয় পিঠার বৈচিত্র্য উপভোগের সুযোগ পাবেন।
আয়োজকরা জানান, শুধু খাবারের উৎসব নয়—এ আয়োজনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করাই তাদের লক্ষ্য।
উৎসবে সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন বিয়ানীবাজার জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক ইমাম হাসনাত সাজু এবং সদস্য সচিব আব্দুল কাদির রাজু।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এ উৎসব বিয়ানীবাজারে সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225