বিয়ানীবাজারে দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বের হওয়া একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী ও কুড়ার বাজার কলেজের প্রভাষক বিজিত আচার্য । উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসান শাহরিয়ার সভা সঞ্চালনা করেন।
সভায় ইউএনও উম্মে হাবিবা মজুমদার বলেন, “দুর্নীতি একটি জাতিকে ধ্বংস করে দেয়, তাই এটি কোনোভাবেই সহনীয় নয়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখা হবে।”
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225