বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার দুবাগ ইউপির মেওয়া এলাকায় এই অভিযান চালায় পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি চারখাইয়ের আদিনাবাদ গ্রামের বিল্লাল আহমদের ছেলে নাহিদ আহমদ প্রকাশ নাইম (২৮)।
থানা পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) গোপেশ চন্দ্র দাশ এর নেতৃত্বে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার মামলা নং-১৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক) রুজু পূর্বক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225