বর্ণাঢ্য আয়োজনে একাডেমিক প্রতিষ্ঠান এক্সেল কোচিং সেন্টার–এর প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার অডিটোরিয়ামে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বর্ষপূর্তি পালন করা হয়, জাতীয় সংগীত, কেক কর্তন ও বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী।অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম উৎসবমুখর হয়ে উঠে। এক্সেল কোচিং সেন্টারের ম্যানেজার রেদওয়ান আহমদ ইমন এর সঞ্চালনায়, এক্সেল কোচিং সেন্টারের শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মিরছাদ হোসেন আকিব, আব্দুল্লাহ আল মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শান্ত কর শাওন,সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কোচিং সেন্টার এর পরিচালক সালেহ আহমদ শাহীন, তিনি এক্সেল কোচিং সেন্টারের ভূয়সী প্রশংসা করেন এবং অভিভাবকদের উন্নত শিক্ষার জন্য এই প্রতিষ্ঠান বিবেচনায় রাখার আহ্বান জানান। প্রতিষ্ঠানটির পরিচালক সত্যজিৎ কর সূর্য বলেন,“শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এক্সেল কোচিং সেন্টার শুরু থেকেই কাজ করে যাচ্ছে। আমাদের প্রথম বর্ষপূর্তির এ আয়োজন আগামী দিনের পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে।এসময়”শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এক্সেল কোচিং সেন্টার তাদের শুধু পড়ালেখায় নয়, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা অর্জনেও সহায়তা করেছে। অনুষ্ঠান শেষে ইন্টারনেট এর অবাধ ব্যবহার শিক্ষার্থীদের সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে"—এই বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা, গান, কবিতা আবৃত্তি, নৃত্যে বিজয়ীদের পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT