১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর পানি বাড়ছে, আপাতত: বন্যার শঙ্কা নেই

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৫:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ৭ বার পড়া হয়েছে।

প্রাক-বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও নদনদীর পানি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এ ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলায় নদনদীর পানিও অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে। তবে গত কয়েক দিনের বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারা নদীর পানির সমতল মান কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই পানি বৃদ্ধিতে এখন পর্যন্ত বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা।

তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কুশিয়ারা নদীর পানি প্রাক-বর্ষাকালের ডেঞ্জার লেভেল অতিক্রম করেনি।

এদিকে, সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৯২ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তানভীর ইসলাম বলেন, ‘এই প্রাক-বর্ষা মৌসুমে ধীরে ধীরে নদনদীর পানি বৃদ্ধি পায়। এই পানি মূলত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে বাড়ে। কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার অনেক নিচে রয়েছে। এই হারে পানি বাড়লেও বন্যার কোনো শঙ্কা নেই। বরং কয়েকদিন পর পানি কমতেও শুরু করতে পারে।’

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বিয়ানীবাজারে কুশিয়ারা নদীর পানি বাড়ছে, আপাতত: বন্যার শঙ্কা নেই

আপডেট সময়ঃ ০৫:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

প্রাক-বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও নদনদীর পানি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এ ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলায় নদনদীর পানিও অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে। তবে গত কয়েক দিনের বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুশিয়ারা নদীর পানির সমতল মান কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই পানি বৃদ্ধিতে এখন পর্যন্ত বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা।

তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কুশিয়ারা নদীর পানি প্রাক-বর্ষাকালের ডেঞ্জার লেভেল অতিক্রম করেনি।

এদিকে, সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৯২ মিলিমিটার এবং সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তানভীর ইসলাম বলেন, ‘এই প্রাক-বর্ষা মৌসুমে ধীরে ধীরে নদনদীর পানি বৃদ্ধি পায়। এই পানি মূলত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দেশের অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে বাড়ে। কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার অনেক নিচে রয়েছে। এই হারে পানি বাড়লেও বন্যার কোনো শঙ্কা নেই। বরং কয়েকদিন পর পানি কমতেও শুরু করতে পারে।’

নিউজটি শেয়ার করুন